তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৩, রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ১৭ বৈশাখ ১৪২৯

দেশে গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ।

বর্তমানে মোট ইন্টারনেট গ্রাহক ১২ কোটি ৬১ লাখের বেশি। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট গ্রাহক ১১ কোটি ৪০ লাখের বেশি এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক ১ কোটি ২০ লাখের বেশি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

এই তিন মাসে মোবাইল ফোনের ইন্টারনেট গ্রাহক ৩০ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখে।

বিটিআরসি বলছে, গত বছরের জুলাইয়ে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লাখের কিছু বেশি। এর পর থেকে তা কমতে শুরু করে। বিশেষ করে ফোনে ইন্টারনেটের গ্রাহক উল্লেখযোগ্যভাবে কমতে থাকে।

দেশে গত তিন মাসে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যাও বেড়েছে। এ সময় মোবাইল ফোনের গ্রাহক ৩০ লাখের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৩৮ লাখে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩ লাখ, রবির ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের ৪ কোটি ১৩ লাখ ও টেলিটকের ৬৬ লাখ। টেলিটক বাদে বাকি তিন অপারেটরেরই গ্রাহকের সংখ্যা বেড়েছে।

গত বছরের জুনে দেশে মোবাইল ফোন গ্রাহক ছিলেন ১৮ কোটি ৪৪ লাখ।

Share This Article