টসের পরেই ঝুম বৃষ্টি, ম্যাচ শুরু নিয়ে শঙ্কা!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪১, বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

আগেই জানা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচ যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।

 

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানরা যখন টস করছিলেন তখনো জহুর আহমেদে বইছিল দমকা হওয়া। শেষ হতেই ঝড়ো বাতাসের শুরু। দ্রুত মাঠ ছাড়েন ক্রিকেটার-অফিসিয়ালরা। মিনিট কয়েকের ব্যবধানে নামে ঝুম বৃষ্টি। এখন মাঠ কাভারে ঢাকা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে বৃষ্টি আইনে ২২ রানে। দ্বিতীয়টিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। এমন ম্যাচের আগে হানা দিয়েছে বৃষ্টি।

Share This Article