খাদ্য নিরাপত্তা জোরদার: ৮ মাসে প্রায় ২২ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৩, সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৪২ শতাংশ ঋণ বিতরণ করেছে
  • বিদেশী ও বেসরকারি ব্যাংকগুলো করেছে লক্ষ্যমাত্রার ৬৪ দশমিক ৯২ শতাংশ
  • প্রধানমন্ত্রীর নির্দেশনায় জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংকও

সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় কৃষিতে জোর দিয়েছে সরকার। দেশের খাদ্য নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই পথে এগিয়ে চলছে দেশের ব্যাংকিং খাতও।

লক্ষ্যমাত্রা পূরণে ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ চালাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি এ আট মাসে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ১৫ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ কৃষি ঋণের হালনাগাদ তথ্য বলছে, ৩০ হাজার ৯১১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ২১ হাজার ৬৬০ কোটি টাকা কৃষি খাতে বিতরণ করেছে ব্যাংকগুলো।  

রাষ্ট্রায়ত্ত, বিদেশি ও বেসরকারি এই তিন ধরনের ব্যাংকরই কৃষি ঋণ বিতরণে আগ্রহ বেড়েছে। হালনাগাদ তথ্যে জানা যায়, ১২টি ব্যাংক আট মাসে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জন করেছে।

লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করা ব্যাংকগুলো হলো-আল-ফালাহ,কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক এনএ, এইচএসবিসি ও উরি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৮ হাজার ৬২৩ কোটি ১৮ লাখ টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৪২ শতাংশ। আর বিদেশী ও বেসরকারি খাতের ব্যাংকগুলো ১২ হাজার ৪৩৪ কোটি টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৬৪ দশমিক ৯২ শতাংশ।

সরকারি নীতিমালা অনুযায়ী খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কৃষি উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকও সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষিঋণ বিতরণ বাড়াতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে এবং তা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে দেশে কৃষিঋণ বিতরণ বেড়েছে।

Share This Article


গ্রামীণ ফোনের ইনকামিং কল চার্জ বন্ধ করলেও বিদেশী বন্ধুদের দ্বারা সরকারকে থ্রেট দিয়েছিলেন ইউনুস!

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

পাহাড়ে ‘কেএনএফ’ সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

বিশ্ব খাদ্য নিরাপত্তায় শঙ্কা: বাংলাদেশের অবস্থান কোথায়

প্রধানমন্ত্রীর মুখে গ্রামীন ফোন নিয়ে ধোঁকাবাজির গল্প!

কেমন আছে ইউনুসবিহীন গ্রামীন ব্যাংক?

ইউনূসের ক্ষুদ্র ঋণের ‘সাপ্তাহিক কিস্তি’ চক্র যখন ফাঁদ

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

গ্রেফতার হবার আগেই যেভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু

ইউনূসের বিরুদ্ধে যত মামলা: কারা, কবে,কেন করেছে

ইউনূসের সমঝোতার প্রস্তাবে কেন সাড়া দেয়নি সরকার

জ্বালানীর চাপ কমাতে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা!