দুই হাজারি ক্লাবে লিটন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৬, সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের কীর্তি গড়েছেন তামিম ইকবাল। এরপর অবশ্য তিনি সাজঘরে ফেরত গেছেন রান আউট হয়ে।

 

এদিকে, তার উদ্বোধনী সঙ্গী লিটন দাসও ছুলেন মাইলফলক। ওয়ানডে ক্রিকেটে দুই হাজার রানের মালিক এখন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫৫ রান দরকার ছিল লিটনের। তা টপকে ৭০ রানে থামে লিটনের ইনিংস। এই রান করতে তিনি তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকান।
বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে ওয়ানডে দুই হাজার রান করেছেন তিনি। তার আগে এই মাইলফলক ছুয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও হাবিবুল বাশার।  

২ হাজার রান করতে ৬৫ ইনিংস লেগেছে লিটনের। এই সময়ে ৩০ এর বেশি গড় ও প্রায় ৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। এর বাইরে টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ১৪৮২ ও টেস্টে ৩৭ ম্যাচে ২২৫৩ রান করেছেন তিনি। 

বিষয়ঃ তারকা

Share This Article