ইমরানকে ভয় পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:১৭, রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫ চৈত্র ১৪২৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের একহাত নিয়েছেন। এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন।

 

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমি একটি কমিটি গঠন করেছি, আমি যদি জেলে যাই তাহলে তারা অবশ্যই দলের সিদ্ধান্ত নেবেন।’ তার বিরুদ্ধে অন্তত ৯৫টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী দাবি করেছেন, বর্তমানে এস্টাব্লিসমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) তাকে হুমকি মনে করছে। তবে ইমরানের এমন মন্তব্যের জবাব এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়নি।

এর আগে লংমার্চের র‍্যালিতে তাকে হত্যাচেষ্টার পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ছাড়াও শীর্ষ সামরিক এক কর্মকর্তাকে দায়ী করেন ইমরান খান।

পিটিআই প্রধান বলেন, তার জীবন আগের থেকে অনেক ঝুঁকিতে। আগামী নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য বিরোধীরা তাকে হটাতে চাচ্ছে।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান জানান, তাকে এখন গ্রেপ্তারের কোনো কারণ নেই কেননা তার সমস্ত মামলায় জামিন নেওয়া আছে।

ইমরান খান যদি কোনো মামলায় দোষী সাব্যস্ত হন তাহলে আগামী নভেম্বরের নির্বাচনে লড়াই করতে পারবেন না।

তিনি জানান, তাকে গ্রেপ্তার বা হত্যার কোনো প্রচেষ্টা করা হলে কী প্রতিক্রিয়া হতে পারে। ইমরান বলেন, আমি মনে করি এই নিয়ে জোরালো প্রতিক্রিয়া হবে এবং এটি পুরো পাকিস্তানজুড়ে হবে।

বিষয়ঃ পাকিস্তান

Share This Article


‘অনাহারে’দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার: জাতিসংঘ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার

যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০