সুনির্দিষ্ট অভিযোগেই মাহি গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ সঠিক কি না তা তদন্তে বেরিয়ে আসবে। তবে তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে মাহি কিছু বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

এর আগে, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া একই মামলায় তার স্বামী রাকিব সরকারকে পলাতক দেখানো হয়েছে।

প্রসঙ্গত, পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে শুক্রবার ভোরে ফেসবুক লাইভে আসেন। লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে তার স্বামীর গাড়ির শোরুম দখল করিয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি।

বিষয়ঃ তারকা

Share This Article


মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

ইসরায়েলকে সহায়তা: সরকারের ওপর ক্ষেপেছে জর্ডানের জনগণ

ইসরায়েলকে সহায়তার অভিযোগ, অবস্থান স্পষ্ট করলো সৌদি

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার দাবি ইসরায়েলের

রাতেই ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি

একদিনেই দেশে ঢুকল মিয়ানমারের ১৬ সীমান্তরক্ষী

নেতানিয়াহু এ যুগের হিটলার, তার চেয়েও ভয়ংকর: ওবায়দুল কাদের

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির

তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন, থাকবে বৃষ্টিও

ফরিদপুরে দুর্ঘটনায় নিহতদের ৪ জন একই পরিবারের