উৎপাদন বাড়াতে ৪ লাখ পাট চাষীকে প্রণোদনা দিচ্ছে সরকার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২৯ মাঘ ১৪২৯

সারাদেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় পাটচাষীরা প্রণোদনা হিসেবে পাচ্ছেন ৮ কোটি ১০ লাখ টাকা।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট চার লাখ কৃষক বীজ পাবেন। ফলে কৃষকদের টাকা খরচ করে আর বীজ কিনতে হবে না।

ফলে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাট বীজ বিনামূল্যে পাচ্ছেন। এতে একদিকে যেমন পাটের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকের পাশাপাশি লাভবান হবে দেশের অর্থনীতিও।

মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। কৃষি মন্ত্রণালয়ের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article