ঢাকা কলেজ ছাত্রাবাসের সিট বরাদ্দের আবেদন শুরু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫২, বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২৫ মাঘ ১৪২৯
  • ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রদের বিভিন্ন ছাত্রাবাসে কিছু সিট বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বিভিন্ন ছাত্রাবাসে সিট বরাদ্দের আবেদন আহ্বান করেছে কর্তৃপক্ষ। ৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে এই আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বিভিন্ন ছাত্রাবাসে কিছু সিট বরাদ্দ দেওয়া হবে। ছাত্রাবাসে অবস্থান করতে আগ্রহী ছাত্রদের ৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ২০ ফেব্রুয়ারি (সোমবার) আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

কলেজ চলাকালে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএনসিসির অফিস কক্ষে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্রাদী দরকার হবে
 
১) ঢাকা কলেজে ভর্তি ফরমের (১৩ সংখ্যার কলেজ রোলসহ) ফটোকপি (সত্যায়িত)
২) এসএসসি পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি (সত্যায়িত)
৩) পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত)
৪) পাসপোর্ট সাইজের ছবি (১ কপি)

আবেদন জমার পর আগামী ২৬ ফেব্রুয়ারি (রোববার) সকাল সাড়ে ১১টায় বিজ্ঞান শাখা এবং আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ১১টায় মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের ঢাকা কলেজ অডিটোরিয়ামে সাক্ষাৎকার নেওয়া হবে।

প্রসঙ্গত, সাক্ষাতকারের সময় সব শিক্ষার্থীকে কলেজ পোশাক পরিহিত অবস্থায় উপস্থিত থাকতে হবে। সাক্ষাতকারে অনুপস্থিত থাকলে তার আবেদন বিবেচনা করা হবে না।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামীকাল

মস্কোতে আইএসের হামলার সামর্থ্যে বিশ্বাস নেই রাশিয়ার

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কাতারের আমিরের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্য খেলি: সাকিব

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কেরানীগঞ্জে অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল দেখতে যাচ্ছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: মিলার