মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনকারীদের দায়বদ্ধতার আওতায় আনার আহ্বান

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮ মাঘ ১৪২৯

মিয়ানমারে সামরিক বাহিনী ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২২টি দেশের ‍বিবৃতি।

মিয়ানমারে সামরিক বাহিনী ও অন্যান্য যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের দায়বদ্ধতার আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে ২২টি দেশ। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের দুই বছর পুরো হওয়ার দিনে এক বিবৃতিতে ওই দেশের কাছে অস্ত্র ও অন্যান্য সামগ্রী বিক্রি বন্ধ করারও আহ্বান জানানো হয়।

২২টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে, ঘানাসহ আরও দেশ।

মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে বিবৃতিতে সমস্যা সমাধানে আসিয়ানের ভূমিকাকে সমর্থন জানানো হয়। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার নিয়ে যে রেজুলেশন গ্রহণ করা হয়েছে সেটির প্রতিও সমর্থন জানানো হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী মিয়ানমারে ক্ষমতা দখল করে।

Share This Article