সংকট কাটিয়ে ক্রমান্বয়ে বাড়বে বাংলাদেশের প্রবৃদ্ধি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৮, বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮ মাঘ ১৪২৯

বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি মন্থর হওয়ায় চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা কমে যাবে। তবে পরবর্তী অর্থবছরগুলোতে জিডিপি প্রবৃদ্ধি অব্যাহতভাবে বাড়বে এবং ক্রমান্বয়ে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সূচক আকারে তুলে ধরা হয়। এতে দেখা যায়, ২০২২ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে ৭.২ শতাংশ। আর পূর্বাভাস অনুযায়ী ২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৫.৫ শতাংশ। ২০২৪ অর্থবছরে আবার বেড়ে হবে ৬.৫ শতাংশ এবং ২০২৫ অর্থবছরে আরো বেড়ে হবে ৭.১ শতাংশ।

এতে আরো দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে বেসরকারি খাতে ভোগ দাঁড়াবে জিডিপির ৭.৬ শতাংশ, সরকারি খাতে মাইনাস ৭.৫ শতাংশ। গ্রোজ ক্যাপিটাল ফরমেশন বা মোট মূলধন গঠন দাঁড়াবে জিডিপির মাইনাস ৬.২ শতাংশ। এর মধ্যে বেসরকারি খাতে মাইনাস ১১.৭ শতাংশ এবং সরকারি খাতে ১১.০ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ভোক্তা মূল্যসূচক দাঁড়াবে ৮.১ শতাংশ। আমদানি-রপ্তানি প্রবৃদ্ধিও থাকবে ঋণাত্মক।

এদিকে বিশ্ব অর্থনীতির জন্য সুখবর দিয়েছে আইএমএফ। গত বছর বিভিন্ন বৈশ্বিক সংস্থাই বলেছিল, ২০২৩ সালে উন্নত দেশগুলোতে মন্দা হবে। বৈশ্বিক প্রবৃদ্ধির হারও অনেকটা কমবে। তবে শেষমেশ সেই আশঙ্কা নাকচ করে গত এক বছরের মধ্যে এই প্রথম বৈশ্বিক পূর্বাভাস বৃদ্ধি করেছে সংস্থাটি।

গত সোমবার প্রকাশিত আইএমএফের জানুয়ারি মাসের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসের হালানাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ২.৯ শতাংশ। এর আগে গত অক্টোবর মাসে তাদের পূর্বাভাসের চেয়ে এটা শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেশি। কিন্তু তা সত্ত্বেও ২০২২ সালের সম্ভাব্য প্রবৃদ্ধির চেয়ে তা কম। ২০২২ সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৪ শতাংশ।

তবে আইএমএফ বলছে, চলতি বছর প্রবৃদ্ধির নিম্নগতি একদম শেষ পর্যায়ে পৌঁছবে এবং এরপর তা আবার বাড়তে থাকবে। ২০২৪ সালে প্রবৃদ্ধি হতে পারে ৩.১ শতাংশ।
 

Share This Article


আইএমএফের ঋণের বাকি অর্থ ছাড়ে বাধা নেই: গভর্নর

রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, তারপর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা

‘অভিজ্ঞতার আলোকে ব্যাংক একীভূতকরণে নতুন প্রস্তাব গ্রহণ করা হবে’

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, এরপর চট্টগ্রাম সিলেট কুমিল্লা 

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!