বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়ল আদানি

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৫, মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ১৭ মাঘ ১৪২৯

শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন এশিয়ার শীর্ষধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

টালমাটাল এশিয়ার শীর্ষধনী ভারতীয় ধনকুবের গৌতম আদানির ব্যবসায়িক সাম্রাজ্য। মাত্র কয়েক দিন আগেও বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর তালিকায় উঠে এসেছিলেন তিনি। কিন্তু বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকেই ছিটকে গেলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের করা একটি মাত্র রিপোর্টের পরই টলে গেছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। আর স্টক বাজারে ওই পতনেই নড়ে গিয়েছে গৌতম আদানির মোট সম্পদের অঙ্ক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স লিস্টে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১১ নম্বরে অবস্থান করছেন গৌতম আদানি।

গত বুধবার আদানি গোষ্ঠীর আর্থিক দুর্বলতার রিপোর্ট প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। এরপর থেকেই পতন শুরু। অনেকে মনে করছেন, এই হারে শেয়ার দর কমতে থাকলে আরো খারাপ অবস্থা হতে পারে। এমনকি এশিয়ার ধনীতম ব্যক্তির আসনও খোয়াতে পারেন গৌতম আদানি।

পতন শেয়ারে!

গত কয়েক দিনে আদানি গোষ্ঠীর ৭টি শেয়ারে ধস নেমেছে। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টই তার কারণ। উক্ত সংস্থার এক বিস্তৃত রিপোর্টে জানায়, আদানি গোষ্ঠী বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে। সংস্থার বিরুদ্ধে শেয়ার 'ম্যানিপুলেশনে'র অভিযোগ তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ।

তারা জানিয়েছে, বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে। তাছাড়া তাদের শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত। ফলে যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে তাসের ঘর।

একটি রিপোর্টেই এই অবস্থা

হিন্ডেনবার্গের এই রিপোর্টের পরেই হু-হু করে পড়তে শুরু করে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দর। অবস্থা এমনই দাঁড়ায় যে, সোমবারের মধ্যেই প্রায় ৬৮ বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে যায় আদানি গ্রুপের শেয়ার বাজার থেকে। শুধু তাই নয়, এর মধ্যে গৌতম আদানির অংশের প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার বেরিয়ে যায়। মাত্র ৩ দিনে যে কারও মোট সম্পদ এতটা পড়তে পারে, তা অভাবনীয়।

বর্তমানে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৮৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। তার পরই বিশ্বমঞ্চে ধনীতম মুকেশ আম্বানি। রিলায়েন্স কর্মকর্তার মোট সম্পদ ৮২.২ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share This Article


ফেসবুকে রোহিঙ্গাদের নিয়ে ভীতি-বিদ্বেষ ছড়িয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী: জাতিসংঘ

মস্কোতে আইএসের হামলার সামর্থ্যে বিশ্বাস নেই রাশিয়ার

কেজরিওয়াল গ্রেপ্তার: এবার দিল্লিকে নতুন বার্তা ওয়াশিংটনের

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ করতে ১৩০ ব্রিটিশ এমপির চিঠি

গুলির আওয়াজে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর!

ইমরানের দলের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাওলানা ফজলুর রহমান

ইসরাইলি গণহত্যা নিয়ে প্রতিবেদন করে হুমকির মুখে জাতিসংঘ কর্মকর্তা

গাজায় নিহত আরও ৭৬, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যে ক্ষুব্ধ ভারত

বাল্টিমোর সেতুধসের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার

গাজাবাসীকে সমর্থনে কখনও ইতস্তত বোধ করবে না ইরান: আয়াতুল্লাহ

প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি আরব