বরিসকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন পুতিন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০১, সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১৬ মাঘ ১৪২৯

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রাশিয়ার হামলার কিছুদিন আগে এক ফোনালাপে ওই হুমকি দেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে এই দাবি করেছেন বরিস জনসন।

 

বরিস জনসন বলেন, পুতিন তাকে হুমকি দিয়ে বলেছিলেন, ব্রিটেন হামলা করতে রুশ ক্ষেপণাস্ত্রের মাত্র এক মিনিট লাগবে। বিষয়টি নিয়ে জনসন আর কথা বাড়াননি। তবে তিনি সতর্ক ছিলেন এবং পুতিনের হুমকিকে হালকাভাবে নেননি বলেও দাবি করেন।

জবাবে বরিস পুতিনকে ইউক্রেনে আক্রমণের বিষয়ে সতর্ক করে বলেন, হামলা হলে তা আক্ষরিক অর্থেই বিপর্যয় ডেকে আনবে।

জনসন পুতিনকে সতর্ক করে আরো বলেন, ইউক্রেনে আক্রমণ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ ও রাশিয়ার সীমান্তে আরো ন্যাটো সৈন্য মোতায়েন হবে।

ভবিষ্যতে ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না বলে পুতিনকে আশ্বস্ত করে রাশিয়ার সামরিক পদক্ষেপ রোধ করার চেষ্টা করেছিলেন বরিস।

ফোনালাপের বিষয়ে জনসন বলেন, 'তখন পুতিন বেশ আন্তরিক ছিলেন। কিন্তু তার হুমকি আসলেই সত্যি ছিল কি না তা জানা অসম্ভব।'

যদিও পুতিনের হুমকি জনসনকে থামাতে পারেনি। ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতা ছাড়ার পরও তিনি কয়েকবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় ইউক্রেন। এরপর থেকেই এখনো দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। সেনাসহ মারা গেছে শত শত বেসামরিক নাগরিক।

Share This Article


এবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

সেরেলাক নিয়ে ভয়ংকর তথ্য : শিশুরা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হতে পারে

ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কী করবে ইসরায়েল

ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার

প্রকাশ্যে এলো ভয়াবহ তথ্য, এক বোমায় মৃত্যু হাজারো ফিলিস্তিনি ভ্রুণের

ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান

বন্দি ফিলিস্তিনিদের ওপর যেসব ভয়াবহ নির্যাতন চালায় ইসরাইল

এবার ইসরাইলে হামলা হিজবুল্লাহর, আহত ১৩

ইরানের সঙ্গে কখন যুদ্ধে জড়াবে, জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

‘জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগী’

ইউক্রেন যুদ্ধ অবসানে চীনের প্রতি যে আহ্বান জানাল জার্মানি