অলরাউন্ডার বেন স্টোকস টেস্টের বর্ষসেরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৭, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২ মাঘ ১৪২৯

 অলরাউন্ডার বেন স্টোকস টেস্টে ব্যাট-বলে ২০২২ সালে অসাধারণ পারফরম্যান্স করেছেন। সাদা পোশাকে তিনি ছিলেন বেশ ধারাবাহিক। এবার এর জন্য পুরস্কারও পেলেন এই ইংল্যান্ড অধিনায়ক। তাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

 

আজ বৃহস্পতিবার ২০২২ সালের সেরা টেস্ট ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বর্ষসেরা হতে স্টোকস পেছনে ফেলেছেন তারই সতীর্থ জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার উসমান খাজা ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে।

ইংল্যান্ডের হয়ে গত এক বছর স্টোকস ১৫টি টেস্ট খেলেছেন। যেখানে এ সময় ব্যাট হাতে তিনি রান করেছেন ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে। তিনি জাতীয় দলের হয়ে বছরে তৃতীয় সর্বোচ্চ ৮৭০ টেস্ট রান করেন। দুটি সেঞ্চুরির সঙ্গে তিনি ৪টি ফিফটি করেছেন। বোলিংয়েও বেশ উজ্জ্বল ছিলেন স্টোকস। ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।

স্টোকস গত বছরের মাঝামাঝি সময়ে পান ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব। কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক স্টোকসের ইংল্যান্ড দল টেস্ট ক্রিকেটেও আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে।

পেস বোলিং এই অলরাউন্ডারের নেতৃত্বে খেলা ১০ টেস্টে ইংল্যান্ডের ব্যাটাররা রান করেছেন ওভারপ্রতি ৪.৭৭ রেটে। তার অধিনায়কত্বে ১০ টেস্টের ৯টিই জিতেছে ইংল্যান্ড।

Share This Article