বিরোধীরা আমার ব্যর্থতা খুঁজে পেলে সংশোধন করব: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলগুলো তার সরকারের কোনো ব্যর্থতা জানতে পারলে তা সংশোধনের জন্য প্রস্তুত তিনি। বুধবার (২৫ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'জনগণ সফলতা এবং ব্যর্থতার বিচার করবে। এটা বিচার করার দায়িত্ব আমার নয়। জনগণের কল্যাণে সততা ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করলে কেন ব্যর্থ হবো? আমার সাফল্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ।'
জাতীয় পার্টির সংসদ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, 'যেহেতু আপনি খুব আগ্রহী, অনুগ্রহ করে আমার ব্যর্থতাগুলো খুঁজে বের করুন, আমি সেগুলো সংশোধন করব।'
তিনি বলেন, সরকার গঠনের পর তৃণমূলের মানুষ ভালো থাকবেন সেই আকাঙ্খা নিয়ে কাজ করেছেন। 'মানুষ এখন সুবিধা পাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে যে আমূল পরিবর্তন হয়েছে তা প্রবীণরা বুঝতে পারবেন।'
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর প্রয়াত জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেন এবং যুদ্ধাপরাধীদের মুক্ত করে পুনর্বাসন করেন। সংবিধানের দু'টি ধারা পরিবর্তন করে জিয়া তাদের রাজনীতি করতে দেন এবং ভোটের অধিকার দেন।
'গোলাম আযমসহ অনেক যুদ্ধাপরাধীকে পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দেয়া হয়েছে। জিয়া যুদ্ধাপরাধীদের উপদেষ্টা ও মন্ত্রী বানিয়েছেন।'
তিনি বলেন, জিয়ার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন।
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে।
'বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অন্যান্য সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক নেতিবাচক প্রভাবের পাশাপাশি, এটি নিত্যপণ্যের বাজারমূল্যকে প্রভাবিত করেছে বলেও স্বীকার করেন তিনি।
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মোজাফফর হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, কিন্তু সেখানে কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল পেতে অসুবিধা হচ্ছে। বিদেশ থেকে অনেককে এনে এখাতে চাকরি দেয়া হয়।
এ প্রসঙ্গে তিনি বলেন, তার সরকার এ খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিসিএসে নতুন কোনো ক্যাডার তৈরির কোনো পরিকল্পনা সরকারের নেই। 'তবে ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে।'