মেট্রোরেলের পল্লবী স্টেশন চালু, ৭ মিনিটে পল্লবী থেকে আগারগাঁও

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২০, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১২ মাঘ ১৪২৯

রাজধানীর উত্তরা থেকে ট্রেনটি মিরপুরের পল্লবী স্টেশনে যখন পৌঁছায়, তখন সকাল ৮টা ৩৫ মিনিট। যাত্রী ওঠার পর ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে রওনা হয় ৮টা ৩৭ মিনিটে। পল্লবী থেকে আগারগাঁও আসতে যাত্রীদের সময় লেগেছে মাত্র ৭ মিনিট।

 

গত ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল চালু হয়। এত দিন দুটি স্টেশনে যাত্রীরা চলাচল করতে পারতেন। বুধবার থেকে পল্লবী স্টেশনে ট্রেন থামতে শুরু করেছে। তবে চালুর প্রথম দিনে উল্লেখযোগ্য যাত্রী চোখে পড়েনি। অনেকে এসেছেন ঘুরতে। আবার অনেকে অফিসে যাওয়ার উদ্দেশ্য পল্লবী থেকে ট্রেনে করে আগারগাঁও ও উত্তরায় গেছেন।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন বলেন, ‘প্রথম দিনের শুরুতে পল্লবী স্টেশনে যাত্রীসংখ্যা কিছুটা কম। দিন বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়বে।’

সরেজমিন দেখা যায়, পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল ৮টায় পল্লবী স্টেশনের গেট খুলে দেওয়া হয়। যদিও তখন যাত্রীরসংখ্যা ছিল খুবই কম।

উত্তরার দিয়াবাড়িতে একটি বায়িং হাউসে চাকরি করেন রুহুল আমিন। পল্লবীতে ট্রেন থামায় উচ্ছ্বসিত তিনি। তাঁর বাসা মিরপুরের পল্লবীতে। এত দিন অফিসে যেতে সময় লাগত এক ঘণ্টা। এখন ১০ মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে পারবেন। যানজট থেকে মুক্তি পাওয়ায় তিনি মহা খুশি।

হাসনাত তানভীর, মতিউর রহমান, মাহবুবুল ইসলাম ও জুবায়ের রহমান চার বন্ধুর বাসা মিরপুরের ১১ নম্বরে। চারজনই চাকরি করেন। পল্লবী থেকে ট্রেন চালু হওয়ায় দেখতে এসেছেন। টিকিট কেটে যাবেন উত্তরা। তাঁরা জানালেন, মিরপুরের ১১ নম্বর থেকে উত্তরা যেতে আগে ৪০ থেকে ৫০ মিনিট সময় লাগত। এখন মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবেন।

সরেজমিন দেখা যায়, যাত্রীরা তাদের সুবিধামতো টিকিট কেটে গন্তব্যে যাচ্ছেন। প্রথম দিন যাত্রীদের হাতে একটি করে লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়।

সাব্বির শামসুল বারি চাকরি করেন সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি)। তাঁর অফিস কাকরাইলে। তিনি জানান, পল্লবী থেকে এত দিন আগারগাঁও আসতে সময় লাগত ৪০ থেকে ৫০ মিনিট। আজ ট্রেনে লাগল মাত্র ৭ মিনিট।

সরেজমিন দেখা যায়, আগারগাঁও থেকে পল্লবী বা উত্তরা স্টেশনে যাওয়ার যাত্রী কম। তুলনামূলক আগারগাঁও আসার যাত্রী বেশি। কারণ, অনেক সরকারি অফিস আগারগাঁওয়ে অবস্থিত। আবার আগারগাঁও থেকে মতিঝিল যাওয়া সহজ।

মহাব্যবস্থাপক ইফতেখার হোসেন জানালেন, ‘অন্য স্টেশনগুলো চালু হলে যাত্রীসংখ্যা বাড়বে।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৬৮৬ সহযোগী অধ্যাপক

রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে : প্রধানমন্ত্রী

বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজ: সম্মাননা পেলেন ৮৫ র‍্যাব সদস্য

হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের দুই বছর কারাদণ্ড

সমুদ্রে অফুরন্ত সম্পদ আহরণে বাংলাদেশকে ১০ বিলিয়ন ডলার দেবে এডিবি

২২ মার্চ পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে

৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ ঘোষণা

২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট

ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা চালু: পানিসম্পদ সচিব

এদেশের কিছু বেইমান বঙ্গবন্ধুকে হত্যা করে: শেখ হাসিনা

কমবে চিনির দাম, সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী