ম্যানইউকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৪৮, সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৯ মাঘ ১৪২৯

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে আর্সেনাল। রবিবারে রাতে এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনাল জয় পায় ৩-২ গোলে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল গানাররা।

 

ম্যাচের শুরুটা ছিল ম্যানইউয়ের। ১৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের দারুণ গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পরেই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন এনকেতিয়াহ। প্রথমার্ধ শেষ হয় ১-১ এ সমতায়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত গোলে এবার লিড নেয় আর্সেনাল। যদিও ৫ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি তারা, ৫৯তম মিনিটে আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজের গোলে সমতা নিয়ে আসে ম্যানইউ।

৯০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালের ৩-২ ব্যবধানে  জয় নিশ্চিত করেন এনকেতিয়াহ। এই জয়ের পর ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে চারে নেমে এসেছে ম্যানইউ।

Share This Article