আমি সংগ্রাম করে যাচ্ছি : ম্যাডোনা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৪, রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৮ মাঘ ১৪২৯

একদিকে বিশ্বখ্যাত পপতারকা, অপরদিকে তিনি একজন মা। লালন করছেন ছয় সন্তান! সামনে আছে তার মিউজিক্যাল সফর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কর্মজীবন ও সংসারজীবনের ব্যস্ততা সম্পর্কে কথা বলেছেন ম্যাডোনা। 

সন্তান লালন-পালনের কষ্টের কথাও শেয়ার করেছেন পপ আইকন। কিংবদন্তি পপ আইকন স্বীকার করেন, তার পেশা এবং একই সময়ে সন্তান ধারণ ও পালনের মধ্যে ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল। এখনো সংগ্রাম করে যাচ্ছেন বলেও জানান এই গায়িকা।

ফক্স নিউজে সম্প্রতি ম্যাডোনার সাক্ষাৎকারটি উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, ‘এটি ছিল সবচেয়ে কঠিন জিনিস, সবচেয়ে কঠিন যুদ্ধ। আজও আমি একজন মা হওয়ার পাশাপাশি কর্মজীবন চালিয়ে যাওয়ার বিষয়ে সংগ্রাম করছি।’ পপতারকা আরো বলেছেন, ‘আপনি যেই হোন না কেন, সন্তান ধারণ করা এবং সন্তান লালন-পালন করা একটি শিল্পের কাজ। মা হওয়া খুব কঠিন কাজ। কেউ আপনাকে সাহায্য করে দেয় না। এটি অনেক সময়সাপেক্ষ কাজ এবং ক্লান্তিকর, কারণ কখনো বিশ্রাম নেই। আমি এখনো সংগ্রাম করে যাচ্ছি।’

অভিভাবকত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করা সত্ত্বেও ম্যাডোনা তার বাচ্চাদের লালন-পালনে সন্তুষ্ট। ফক্স নিউজের এক প্রতিবেদনে উদ্ধৃত সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে জিনিসটি আমাকে সবচেয়ে আনন্দ দেয় তা হলো তাদের প্রত্যেকে নিজেদের সৃজনশীলতা খুঁজে পেয়েছে। তারা নিজেরাই নিজেদের সত্তা খুঁজে নিয়েছে। আমি কখনোই আমার মেয়ে লোলাকে গান গাইতে বা আমার ছেলে রোকোকে ছবি আঁকার জন্য উৎসাহিত করিনি।’

পপ আইকন এটিও স্বীকার করেছেন, তার মতো একজন মায়ের সাথে বেড়ে ওঠা একটি চ্যালেঞ্জ, যার মুখোমুখি তার সন্তানরা হয়েছে।

এদিকে নিজের আসন্ন মিউজিক্যাল সফর ‘ম্যাডোনা : দ্য সেলিব্রেশন ট্যুর’ ঘোষণা করেছেন এই পপতারকা। ২০২৩ সালের জুলাই থেকে ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাংকুভার থেকে শুরু হওয়া ‘ম্যাডোনা : দ্য সেলিব্রেশন ট্যুর’টি শিকাগো, নিউ ইয়র্ক, মিয়ামিসহ অন্যান্য শহর হয়ে লাস ভেগাসে শেষ হবে। এরপর ইউরোপেও ১১টি কনসার্ট রয়েছে গায়িকার।

সূত্র : ফক্স নিউজ

বিষয়ঃ তারকা

Share This Article