সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা বাংলাদেশের
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৫, রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৮ মাঘ ১৪২৯

সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্ক দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলিমদের পবিত্র মূল্যবোধকে আঘাত করার ঘটনায় বাংলাদেশ চরম উদ্যোগ প্রকাশ করেছে। ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশ মনে করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের সম্মানকে সমুন্নত রাখতে হবে।’
পোস্টে আরও বলা হয়, ‘সবার মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার জন্য যেকোন ধরনের উত্তেজক আচরণ পরিহারের আহ্বান জানায় বাংলাদেশ।’
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি একজন উগ্র ডানপন্থী এই ঘৃণ্য কাজটি করে।
বিষয়ঃ
ইসলাম ধর্ম