খুলনাকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৬, শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৬ মাঘ ১৪২৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৮ রান করে শুভাগত হোমের দল।

 

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের পাঠান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বী। ইংনিসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় চট্টগ্রাম। দলীয় ৮ রানে ওপেনার ম্যাক্স ও দাউদ। এরপর আফিফ হোসেনকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন উসমান খান।

ব্যক্তিগত ৩৫ রানে আউট হন আফিফ। এরপর আমাদ বাটের শিকার হন উসমান (৪৫)। দারউইশ রাসুলির ২৫ ও ফরহাদ রেজার অপরাজিত ২১ রানে দেড়শ রানের কোটা পার করে চট্টগ্রাম। খুলনার পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৪ উইকেট।

বিষয়ঃ বিপিএল

Share This Article