আমলাকে নিয়ে একটা বই লিখে ফেলা যায় : এবি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৩, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৫ মাঘ ১৪২৯

সদ্যই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকার ্৩৯ বছর বয়সী এই ব্যাটার দুই দশকের পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এবার বিদায় জানালেন ক্রিকেটকেই। তার বিদায়বেলায় স্মৃতিচারণ করলেন দীর্ঘদিনের সতীর্থ এবিডি ভিলিয়ার্স।

 

আমলার অবসরের পর টুইটারে এবিডি ভিলিয়ার্স লিখেছেন, 'হাশিম আমলা... কোথা থেকে শুরু করব? এটা সহজ নয়। হয়তো দিন, সপ্তাহ, মাস বা বছর লেগে যাবে। আমি তোমাকে নিয়ে একটা বই লিখে ফেলতে পারব। হুমাম, সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সবসময় একজন ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছিলে, যার কাছে আমি নিরাপদ বোধ করতাম।'

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১২৪টি টেস্টে ৪৬.৬৪ গড় ও ২৮ সেঞ্চুরিতে ৯২৮২ রান করেছেন হাশিম আমলা। যা জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে আছে ৩১১ রানের ইনিংস। এছাড়া ১৮১ ওয়ানডেতে ৪৯.৪৬ গড়ে ২৭ সেঞ্চুরিসহ ৮১১৩ রান করেছেন। আর ৪৪ টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৩২.০৫ স্ট্রাইক রেটে আমলার সংগ্রহ ১২৭৭ রান।

বিষয়ঃ তারকা

Share This Article