ওমরাহ পালনে সৌদিতে একসঙ্গে পাকুন্দিয়ার সাত ভাই

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১২, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৫ মাঘ ১৪২৯

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে একসঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সাত ভাই। আর এ ঘটনাটি জানাজানি হলে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

রোববার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমান।

আর একসঙ্গে সাত সহোদর ভাইয়ের ওমরাহ পালনের ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মুখে মুখে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, ধর্মপ্রাণ সহোদররা  হচ্ছেন পাকুন্দিয়া উপজেলার ঘাগড়া গ্রামের মাওলানা আবদুল বারীর ৭ ছেলে।

এদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোন জামে মসজিদের খতিব মাওলানা শিব্বির আহমদ সোবহানী (আঙ্গুর), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী (বকুল), পুলেরঘাঠ বাজারের সোবহানী ট্রেডার্সের স্বত্বাধিকারী ছহুল আহমদ সোবহানী (রায়হান), বান্দরবানের হাজি এমএ কালাম সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক হাসান আহমদ সোবহানী (এমরান), বাংলাদেশ টেলিভিশনের সমন্বয়ক মোস্তাক আহমদ সোবহানী (রেজুয়ান), আবুল খায়ের গ্রুপের স্টোর অফিসার আহমদ সোবহানী (শিবলী) ও কিশোরগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক রফিক আহমদ সোবহানী (ইকবাল)।

সূত্রমতে, ১১ জানুয়ারি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রোববার ১৫ জানুয়ারি রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। সৌদি আরবে তারা মোট ১১ দিন অবস্থান করবেন। ওমরাহ হজ পালনের পাশাপাশি সাত সহোদর পবিত্র মক্কা ও মদিনা নগরীর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Share This Article