বার্সেলোনার খরা কাটানো নাকি রিয়ালের আধিপত্য

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩০, রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১ মাঘ ১৪২৯

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামছে লা লিগার দুই প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে এই দু'দল।

 

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা উভয় দলের সামনে সুযোগ রয়েছে মৌসুমের প্রথম ট্রফি জেতার। ফাইনালে মাঠে নামার আগে রিয়ালের চেয়ে এগিয়ে আছে বার্সা। বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে ১৩ বার। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ১২ বার। তবে টুর্নামেন্ট চার দলের নতুন ফরমেটে আসার পর থেকে ট্রফি জিততে পারেনি বার্সেলোনা। কাতালানরা সর্বশেষ জিতেছে ২০১৮ সালে। অন্যদিকে লস ব্লাঙ্কোসরা গতবছরও জিতেছে স্প্যানিশ সুপার কাপ।

২১ মাস ধরে ট্রফিহীন রয়েছে বার্সেলোনা। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ জিতেছে একের পর এক ট্রফি। আর তাই রিয়ালকে হারিয়ে ট্রফি খরা কাটাতে চায় বার্সেলোনা কোচ জাভি। তিনি বলেন, ‘লড়াইটা ট্রফির এবং এজন্যই গুরুত্বপূর্ণ। যদিও (এটির ফলাফল) মৌসুমকে বদলে দেবে না। তবে এই ট্রফি জিততে পারলে আমরা মৌসুমের বাকি পথচলায় আত্মবিশ্বাস পাব এবং খুশি মনে এগিয়ে যাব। সামনে যাই হোক না কেন, আমরা মৌসুমের বাকি তিন শিরোপার জন্য লড়াই করে যাব।’

অন্যদিকে শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আত্নবিশ্বাসী রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি। তিনি বলেন, ‘প্রতিটি ট্রফিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে অনেক কিছুই পাওয়ার আছে। ট্রফি সবসময়ই একটি নির্দিষ্ট আবহ নিয়ে আসে। ম্যাচ ও ফাইনাল জেতার জন্য আমরা প্রতিদিন লড়াই করি। ছেলেরা অনুপ্রাণিত ও নির্ভার। আমার খেলোয়াড়রা এই ধরনের চাপে অভ্যস্ত এবং আমরা আত্মবিশ্বাসী।’

বিষয়ঃ ফিফা

Share This Article