ইজতেমার যাত্রীদের সঙ্গে ইয়াবা নিয়ে আসেন তিনি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০০, শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৩০ পৌষ ১৪২৯

রাজধানীর হাতিরঝিল ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল। গ্রেপ্তাররা হলেন- মো. ইয়াছিন, মো. আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ।

 

পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিন ও আলী হোসেন বাসে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। আজ শনিবার এসব তথ্য জানান সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, ‘কয়েকজন মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়। পরে বাস থেকে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একইদিনে গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।’

বিষয়ঃ অভিযান

Share This Article


রাজধানীতে দলনেতাসহ 'কিশোর গ্যাং'র ৩৭ সদস্য গ্রেপ্তার

স্ত্রীসহ পরিবেশ অধিদপ্তরের পরিচালকের রহস্যজনক মৃত্যু

জবিতে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় ঢাবি শিক্ষার্থী আটক

খাগড়াছড়িতে বাইক থামিয়ে আরোহীকে গুলি

রোহিঙ্গা থেকে বাংলাদেশি হতে খরচ ত্রিশ হাজার টাকা

বিপুল দেশীয় অস্ত্রসহ মোহাম্মদপুরের ৩৯ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে যুবক আটক

‘দুবাইয়ের পণ্য’ তৈরি হচ্ছে মুন্সীগঞ্জে, বিক্রি সারাদেশে

অপহরণ মামলায় ২ জনের যাবজ্জীবন

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হলেও গ্রেফতারে পিছপা হয়নি প্রশাসন

চায়ের দোকানে ২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার ৫