তিন দিনে ১০০ কোটি আয় বিজয়ের বারিসুর, পিছিয়ে অজিতের থুনিভু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৪, শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৩০ পৌষ ১৪২৯

বক্স অফিসে একই সময়ে মুক্তি পেয়েছে দক্ষিণের দুই জনপ্রিয় তারকার ছবি। ছবি দুটি হলো বিজয়ের ‘বারিসু’ ও অজিত কুমারের ‘থুনিভু’। আয়ে ‍থুনিভুকে ছাড়িয়ে গেছে বারিসু। তিনদিনে ভারত ও ভারতের বাইরে ‘বারিসু’ আয় করেছে ১০৩ কোটি রুপি। তামিলনাড়ুতে আয় করেছে ৪৯ কোটি রুপি। পুরো ভারতে আয় করেছে মোট ৭৮ কোটি রুপি।

 

বারিসু ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বিজয় ও রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন বামসি পইড়িপাল্লি। ছবিতে বড় ব্যবসায়ীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন বিজয়। বাবার মৃত্যুর পর ব্যবসায়িক দায়িত্ব নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ে বিজয়। তার সেই চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে ছবির গল্প।

অন্যদিকে, বক্স অফিসে অজিতের ‌‘থুনিভু’ তিন দিনে আয় করেছে ৯৩ কোটি রুপি। এইচ বিনোথের পরিচালনায় ছবিটিকে ব্যাংক ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন অজিত। একদল লোক চেন্নাইয়ের একটি ব্যাংকে ডাকাতি করতে গিয়ে জানতে পারে এরইমধ্যে ব্যাংক অন্য ডাকাতের কবলে পড়েছে। কেন ব্যাংক ডাকাতি হয় সেটি নিয়েই এগিয়েছে ছবির কাহিনী।

বিষয়ঃ মুভি

Share This Article