৬ দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৩৬৯ কোটি টাকা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ২৫ পৌষ ১৪২৯

নতুন বছরের শুরুতে রেমিট্যান্সে অব্যাহত রয়েছে ইতিবাচক ধারা। জানুয়ারির প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩৬৯ কোটি টাকা। গড়ে প্রতিদিন এসেছে ৬ কোটি ৮০ লাখ ডলার বা ৭২৮ কোটি টাকা করে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্স ২১০ কোটি ডলার বা ২২ হাজার ৫৫৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে এ তথ্য।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ব্যাংকিং চ্যানেলে মোট ৪০৮ দশমিক ৩৮ মিলিয়ন বা ৪০ কোটি ৮৩ লাখ ডলার। সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯৫ দশমিক ২৬ মিলিয়ন বা ৯ কোটি ৫২ লাখ ডলার। এছাড়া আল-আরাফাহ ব্যাংক ২৯ দশমিক ৩২, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ২৫ দশমিক ৭৯ মিলিয়ন ডলার এসেছে।

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে দেশে দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স এসেছিল। জুলাই-এ ২০৯ কোটি ৬৩ লাখ ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার আর ডিসেম্বরে প্রায় ১৭০ কোটি ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অনেক লোক দেশের বাইরে গেছেন। তারা বৈধ চ্যানেলে (ব্যাংকিং মাধ্যম) টাকা পাঠানো শুরু করলে রেমিট্যান্স আরো বাড়বে।

Share This Article


দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

ঈদে যেসব জায়গায় পাওয়া যাচ্ছে নতুন নোট

কমলো এলপি গ্যাসের দাম

এডিবির কাছে আরও বাজেট সহায়তা চায় বাংলাদেশ

ব্যাংক একীভূতকরণে আরও সতর্ক থাকা দরকার: বিশ্বব্যাংক

প্রবৃদ্ধি অর্জনে ভারতের পরের অবস্থানে থাকবে বাংলাদেশ: বিশ্বব্যাংক

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা বুধবার