প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন হিরো আলম

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২১, রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ২৪ পৌষ ১৪২৯

বগুড়ার সংসদ উপনির্বাচনে দুটি আসনেই প্রার্থিতা বাতিল হয়েছে হিরো আলমের। আজ দুপুরে তার প্রার্থিতা বাতিল হয়। 

বতিল হওয়া মনোনয়নের বিষয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম  জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ সমর্থন সূচক সাক্ষর গ্রহণের যে বাধ্যবাধকতা রয়েছে সে আলোকে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে হিরো আলম জানান, আগামীকাল সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে তিনি যাবেন এবং আপিল সংক্রান্ত কাগজ জমা দেবেন। এতেও যদি কাজ না হয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি।

এর আগে, ২০১৮ সালের নির্বাচনেও তার উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছিলেন।

বিষয়ঃ ভোট

Share This Article