সবজি রফতানি করেই বাংলাদেশের আয় ৫০ মিলিয়ন ডলার!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০০, রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ২৪ পৌষ ১৪২৯
  • দেশের ৭ শতাধিক রফতানিকারক
  • বিদেশে প্রায় ৫০ মিলিয়ন ডলার মূল্যের সবজি রফতানি করে
  • মালোয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ও ইউরোপীয় ইউনিয়েনে রফতানি হয়

বাংলাদেশ থেকে প্রতি বছর মিলিয়ন ডলারের সবজি রফতানি হয় বিদেশে। এর মধ্যে আলু ও বাধা কপির চাহিদা সবচেয়ে বেশি। দেশের ৭ শতাধিক রফতানিকারক প্রায় ৫০ মিলিয়ন ডলার মূল্যের সবজি রফতানি করে বিদেশে। শীতকালীন সবজি বাদে সারা বছরই আলু ও মিষ্টি কুমড়া রফতানি করা হয়।

রফতানিকারকরা বলছেন, বাংলাদেশের সবজির গুণগত মান উন্নত হওযায় বিশ্বের বিভিন্ন দেশে এর কদর রয়েছে। এর মধ্যে মালোয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়েনের বেশ কয়েকটি দেশে সবজি রফতানি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে রফতানিকৃত পণ্যের বেশির ভাগের যোগান দেয় বগুড়ার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলার কৃষকরা। শিবগঞ্জ থেকে বাধাকপি, আলু ও মিষ্টি কুমাড়া রফতানি হয়ে থাকে। রফতানিকারকরা সবজির ছাড়পত্র নিয়ে বিদেশে রফতানি করে থাকে। সবজি রফতানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া গেলে বাজার আরও সম্প্রসারিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article