সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে পেছনে ফেললো বাংলাদেশের অর্থনীতি!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৬, শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ২২ পৌষ ১৪২৯

বাংলাদেশের উন্নতি বা উন্নয়নের বিষয়ে কথা উঠলেই ব্যঙ্গাত্মক ভাবে তুলনা করা হয়ে থাকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার সঙ্গে। কিন্তু এবার  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে সত্যিসত্যিই সিঙ্গাপুরকে পেছনে ফেলার তথ্য উঠে এসেছে।

গত ২৯ ডিসেম্বর কানাডিয়ান সংস্থা 'ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট'র, এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

 

দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখেই এ হিসাব করা হয়েছে। এই প্রতিবেদন বলছে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। এতে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০ বিলিয়ন ডলার। গত বছর অবস্থান ছিল ৪১, তখন জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার।

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও  ভিয়েতনাম। এর মধ্যে মালয়েশিয়ার জিডিপির আকার ছিল ৪৩৪ বিলিয়ন ডলার। সিঙ্গাপুরের জিডিপির আকার ছিল ৪২৩ বিলিয়ন ডলার। আর ভিয়েতনামের জিডিপির আকার ছিল ৪১৩ বিলিয়ন ডলার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের  আগে রয়েছে অস্ট্রিয়া। দেশটির জিডিপির আকার ছিল ৪৬৮ বিলিয়ন ডলার। এই তালিকায় বিশ্বের ৫০টি বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু ভারত ও বাংলাদেশ রয়েছে। বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে রয়েছে ভারত।

উল্লেখ্য, তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও জার্মানি। দেশ ৪টির জিডিপি যথাক্রমে ২৫ দশমিক শূন্য ৩, ১৮ দশমিক ৩২, ৪ দশমিক ৩০ ও ৪ দশমিক শূন্য ৩ ট্রিলিয়ন ইউএস ডলার।

Share This Article


৩১ মার্চ থেকে মিলবে নতুন টাকার নোট, পাওয়া যাবে যেভাবে

ভারত থেকে এলো ১৭১ টন আলু

প্রতিদিন মোবাইলে ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন

রমজান উপলক্ষে ১০ হাজার টন চিনি কিনবে সরকার

কৃষির উৎপাদন বাড়াতে গুণগত বীজ ও আধুনিক স্টোরেজ নিশ্চিতের তাগিদ

ঈদে নতুন নোট পাওয়া যাবে ৩১ মার্চ থেকে

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো ‘প্রত্যয় স্কিম’

পারস্পরিক সহযোগিতায় অর্থনৈতিক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ ও ঘানা

‘আয়ারল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেবে বাংলাদেশ’

কমলো সোনার দাম

রেমিট্যান্সের ওপর আইএমএফের কর আরোপের পরামর্শ শুনবে কি সরকার?

‘পদ্মা ব্যাংকের আমানতকারী, শেয়ারহোল্ডারদের ক্ষতি হবে না’