রাস্তায় গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয় : প্রধানমন্ত্রী
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:৫৩, বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

প্রধানমন্ত্রী
সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা এবং তারপর গাড়ি ভাঙ্গা ও পোড়ানোর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙ্গা শিক্ষার্থীদের কাজ নয়; যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
শিক্ষার্থীদের বলবো, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন খুলে গেছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে হবে।
আমরা ভ্যাকসিন দিচ্ছি। তবে নতুন করে আবারও ওয়েভ আসতে পারে।
তখন আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তাই এ সুযোগে সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষাগ্রহণ করতে হবে।
১ ডিসেম্বর বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিষয়ঃ
শেখ হাসিনা