শাহরুখ ‘মান্নাত’ বানাতে পেরেছে যে কারণে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৩, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খান। এক সময় তিক্ততা থাকলেও বর্তমানে তারা বেশ ভালো বন্ধু। তাই তারা মিডিয়ার সামনে আসলেই উঠে আসে তাদের বন্ধুত্বের প্রসঙ্গ।

গতকাল (২৭ ডিসেম্বর) ছিল সালমান খানের জন্মদিন। এর আগে এই তারকার পুরোনো একটি সাক্ষাৎকার পুনরায় প্রকাশ্যে আসে। এতে ‘বাজিগর’ সিনেমা নিয়ে কথা বলেন সালমান। এই অভিনেতা জানান, সিনেমাটি ফিরিয়ে দেওয়ার পর সেটিতে অভিনয় করেই খ্যাতি পান শাহরুখ। এখানেই শেষ নয়, বলিউডের কিং খানের ব্লকবাস্টার সিনেমা ‘চাক দে ইন্ডিয়া’-তেও সালমানের অভিনয়ের কথা ছিল। কিন্তু এর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

সালমান খান বলেন, “আমার একটুও মন খারাপ হয়নি। আমি সিনেমাটি করতে চাইনি, শাহরুখ করেছে। ‘বাজিগর’ও করতে চাইনি। আব্বাস-মাস্তান যখন আমার কাছে গল্পটি নিয়ে এসেছিলেন বাবা (সেলিম খান) কিছুটা পরিবর্তন করতে বলেছিলেন। তিনি বলেছিলেন নেগেটিভ চরিত্রে হিরোর সঙ্গে তার মাকে যেন রাখা হয়। পরে সেটা হয়েছিল। কিন্তু আমি করতে রাজি ছিলাম না। এর জন্য দুঃখ করি না। ‘বাজিগর’ ফিরিয়ে দিয়েছি জন্যই শাহরুখ ‘মান্নাত’-এর মালিক হতে পেরেছে। শাহরুখের সাফল্যে আমি খুবই আনন্দিত।”

এদিকে অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, শাহরুখের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হবেন সালমান। নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও সম্প্রতি এই বিষয়ে নিশ্চিত করেছেন ‘দাবাং’ অভিনেতা।

 

 

 

Share This Article

বিসিসি নির্বাচন: আরেক 'হিরণ' হয়ে উঠতে পারেন খোকন সেরনিয়াবাত!

যে কারণে আবার ক্ষমতায় আসবেন হাসিনা: ইকোনমিস্ট

বাজেটের ক্ষুদ্র যা কিছুতে খুশি সাধারণ মানুষ

স্মার্ট বাজেটে ‘স্মার্ট বাংলাদেশ’

খোকন সেরনিয়াবাত'র চরিত্র ফাঁস করলেন মাদ্রাসা শিক্ষক!

বিসিসি নির্বাচন: অবৈধভাবে চাকরিচ্যুতদের পুনর্বহালের আশ্বাস খোকন সেরনিয়াবাত'র

সৌদি আরবে কেন আটক হয়েছিলেন চরমোনাই পীর

স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

খোকন সেরনিয়াবাত প্রার্থী হবার পরই কমে গেছে বরিশাল সিটির অধিকাংশ চাঁদাবাজি!

বিসিসি নির্বাচন: বিশ্বাসঘাতকদের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের কড়া হুঁশিয়ারি