ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫০, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

ইউক্রেনজুড়ে আজ সোমবার ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ইউক্রেনের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এ ছাড়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হচ্ছে। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।

 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি রুশ বাহিনীর সবশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থা নিচ্ছেন। দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

তবে রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জানা যায় নি বলে খবরে বলা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের স্টাফের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, বিমান হামলার সাইরেনকে অবহেলা করবেন না।

এদিকে আজ বিবিসির খবরে বলা হয়েছে, মধ্য রাশিয়ার দুইটি সামরিক বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটিতে এই বিস্ফোরণের ঘটনার পরেই ইউক্রেনে নতুন করে হামলা চালালো রুশ বাহিনী।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘার আরও বেড়েছে।

বিষয়ঃ ইউক্রেন

Share This Article


ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সুখবর পেল ইরান

বন্দি ফিলিস্তিনিদের ওপর যেসব ভয়াবহ নির্যাতন চালায় ইসরাইল

এবার ইসরাইলে হামলা হিজবুল্লাহর, আহত ১৩

ইরানের সঙ্গে কখন যুদ্ধে জড়াবে, জানাল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

‘জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহযোগী’

ইউক্রেন যুদ্ধ অবসানে চীনের প্রতি যে আহ্বান জানাল জার্মানি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে ৫০ হাজারে বেশি রুশ সেনা

ইসরায়েলের হামলার আশঙ্কায় ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ

ইসরায়েলের কারণে এখনো বাধাগ্রস্ত গাজায় ত্রাণ বিতরণ

কারাগার থেকে এবার গৃহবন্দি অং সান সু চি

ইসরায়েলকে সহায়তা: সরকারের ওপর ক্ষেপেছে জর্ডানের জনগণ