রাজধানীতে হেরোইন ও ইয়াবাসহ ৪৭ জন গ্রেফতার
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:৫১, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে হেরোইন ও ইয়াবাসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২১৯ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৬৪৮৩ পিস ইয়াবা, ১ কেজি ১ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯ মামলা করা হয়েছে।
বিষয়ঃ
বাংলাদেশ