প্রত্যাশিত জয়ে বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৭, সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ২০ অগ্রহায়ণ ১৪২৯

বিশ্বকাপ আবার নিজেদের ঘরে আনার জন্য ইংলিশরা স্লোগান বানিয়েছিল ২০১৮ সালে 'ইটস কামিং হোম'। ২০১৮ সালে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল৷ এবারও দাপট দেখিয়ে চলছে ইংলিশরা। দ্বিতীয় রাউন্ডে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো তারা৷ ইংলিশদের হয়ে হ্যারি কেইন, সাকা ও হেন্ডারসন গোল তিনটি করেন।

২০০২ সালের বিশ্বকাপে প্রথম খেলতে এসেই তাক লাগিয়ে দিয়েছিল তারা কোয়ার্টার ফাইনাল খেলে৷ সেই সেনেগালের বিপক্ষে প্রথমবারের মতো লড়াইয়ের শুরু থেকেই দারুণ চাপ সৃষ্টি করে খেলতে থাকে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল সেনেগালই। ২৩ মিনিটে ইংলিশ ডি বক্সের ভেতর থেকে ইসমাইল সারের শট গোলবারের উপর দিয়ে চলে যায়।

২০০২ ও ২০০৬ বিশ্বকাপে টানা কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। আবারো সেই ধারাবাহিকতা রক্ষার্থে সেনেগালের বিপক্ষে চাপ সৃষ্টি করতে থাকে সাউথগেটের দল। যার ফলও তারা পেয়ে যায় ৩৮ মিনিটে। তবে এর আগে ৩১ মিনিটে পিকফোর্ড ও ইসমাইল সার মুখোমুখি হলে, সারের শট রুখে দেন পিকফোর্ড।

তবে ৩৮ মিনিটে ঠিকই গোল পায় ইংলিশরা। দারুণ এক কাউন্টার এটাক থেকে বেলিংহ্যামের বাড়ানো বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানের লিড এনে দেন লিভারপুলের অধিনায়ক হেন্ডারসন। ৪৩ মিনিটে আবারো গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু লুক শর শট দারুণভাবে রুখে দেন সেনেগালের চেলসি গোলরক্ষক মেন্ডি।

চাপ সৃষ্টি অব্যাহত রেখে বিরতির আগে আবারো লিড পেয়ে যায় ইংল্যান্ড। ফিল ফোডেনের দারুণ ক্রসে এবার দলের হয়ে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক হ্যারি কেইন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

বিরতি থেকে ফিরে চলে ইংলিশদের হাই প্রেসিং ফুটবল। ৫৭ মিনিটে ২৫ গজ দূর থেকে হ্যারি কেইনের শট দারুণনভাবে তালুবন্দি করেন মেন্ডি। এর ঠিক ১ নিনিট পরেই গোল করেন আর্সেনাল তারকা সাকা। কাউন্টার এটাক থেকে বা পাশ থেকে ফোডেনের ক্রসে এভারের বিশ্বককাপে ৩য় গোলটি করেন সাকা।

গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না সেনেগাল। ৭৫ মিনিটে ফ্রি কিক পায় সেনেগাল। ২৫ গজ দূর থেকে ইসমাইল সারের শট রুখে দেন পিকফোর্ড। শেষের দিকে কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় সেনেগাল। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টারে উঠে যায় ইংল্যান্ড।

Share This Article

আর কল্পনা নয়, এবার বাস্তবে ব্রিটেনের আকাশে যাত্রী নিয়ে উড়বে ট্যাক্সি!

রাশিয়ার নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া

'দিনাজপুর সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে'

ইসলামবিদ্বেষ ঠেকাতে জাতিসংঘে প্রস্তাব পাস, পক্ষে ভোট দিল বাংলাদেশ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

টানা ৩৩ মিনিট মর্টার শেলের বিস্ফোরণ, কাঁপল টেকনাফ সীমান্ত

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০

নারায়ণগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ৪

সুইডেনের রাজকন্যা খুলনা আসছেন মঙ্গলবার, সাজ সাজ রব

‘পদ্মা ব্যাংকের আমানতকারী, শেয়ারহোল্ডারদের ক্ষতি হবে না’


টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মেসি যুগের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

‘দল হয়ে’ ওয়ানডে সিরিজ মাতাতে চায় বাংলাদেশ

বিশ্বকাপের আগে রিয়াদকে নিয়ে সাকিবের মন্তব্যের জবাব দিলেন তামিম

জাতীয় দলে ফিরছেন তামিম, তবে...

সাফ অনূর্ধ্ব-১৬: ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

র‌্যাঙ্কিংয়ে সব সংস্করণেই এক নম্বর ভারত

বাবরের সঙ্গে দ্বন্দ্বের সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন শাহীন

ভারতে বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে সাকিবের বোনের নাম

ব্যাটিং ব্যর্থতার পর রিশাদের রেকর্ড, তবুও সিরিজ হার

সিরিজ জিততে ১৭৫ রান প্রয়োজন বাংলাদেশের

অঘোষিত ফাইনালের আগেই দুঃসংবাদ পেল শ্রীলংকা