শেষ মুহূর্তে গোল বাঁচানো নিয়ে যা বললেন মার্টিনেজ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেন, ‘এটি আমার প্রথম বিশ্বকাপ। চেষ্টা করছি সেরাটা দেওয়ার। আমি মাঠে শান্ত আছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা সংগ্রাম করেছি, তারা খুবই শক্তভাবে প্রেস করেছে। অদ্ভুতভাবে গোলটি পেয়ে যায় এবং তা মেনে নেওয়া কঠিন ছিল আমাদের জন্য।’

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল বাঁচানো নিয়ে ম্যাচ শেষে কথাগুলো বলেন তিনি। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস। শেষ মুহূর্তে একটি গোল প্রায় হজম করতে বসেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণ দক্ষতায় সেটা প্রতিহত করেন। সঙ্গে ভাগ্যও তার পক্ষে ছিল।

মেসির ব্যাপারে মার্টিনেজ বলেন, ‘যখন প্রয়োজন হয় মেসি সামনে থেকে নেতৃত্ব দেয় এবং তাকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত।’

লড়াই শেষে নিজের ভাবনা জানিয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো বলেছেন, ‘এই ম্যাচ জয়ের আনন্দ অনেক। প্রতিপক্ষ বিবেচনায় আমরা কিছুটা ভুগেছি। কিন্তু নিজেদের চরিত্র, খেলা ও ব্যক্তিত্ব তাদের দেখিয়েছি। আমি এই দল নিয়ে খুশি। যেকোনো কিছুই হতে পারে। কিন্তু আমরা দেখিয়েছি, সবসময়ই নিজেদের সেরাটা দেবো।’

এবারের বিশ্বকাপে যাওয়া প্রসঙ্গে রোমেরো বলেন, ‘আমাদের তরুণ দল আছে। আমরা আমাদের জীবন দিয়ে দেবো। কোনদিন খেলছি তাতে কিছু যায়-আসে না- তৈরি থাকবো। প্রতিটি ম্যাচকেই আমরা ফাইনাল হিসেবে খেলছি।’

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। ডাচদের নিয়ে তিনি বলেছেন, ‘নেদারল্যান্ডস খুব কঠিন প্রতিপক্ষ। এখন যা ঘটেছে, তা কয়েক ঘণ্টা উপভোগ করবো। এরপর আমরা ভাববো নেদারল্যান্ডসের বিপক্ষে কীভাবে খেলা যায় এ নিয়ে।’

বিষয়ঃ ফিফা

Share This Article