অবশেষে ইরানে নীতি পুলিশ বিলুপ্ত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪৬, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

অবশেষে পিছু হটলো ইরান। দুই মাসের বেশি সময় ধরে চলা নজিরবিহীন বিক্ষোভের মুখে শেষমেশ নীতি পুলিশকে বিলুপ্ত করল দেশটি। আজ রোববার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

গতকাল শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজরি বলেন, এই বাহিনী যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে বাতিল করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেছেন, দেশের বিচার বিভাগের সঙ্গে নীতি বাহিনীর কিছুই করার নেই, তবে বিচার বিভাগ সম্প্রদায়িক স্তরে আচরণগত ক্রিয়াকলাপ নিরীক্ষণ অব্যাহত রাখবে।

তবে এর আগে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ইরানের কর্মকর্তারা বারবার নীতি বাহিনী ভেঙে দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন।

গত ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে নীতি পুলিশের হাতে গ্রপ্তার হন মাসা আমিনি (২২)। এর তিন দিন পর তিনি পুলিশি হেফাজতে মারা যান। বহু ইরানি ও পরিবারের দাবি আমিনির পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে। তবে দেশটির সরকার ও পুলিশ এই দাবি অস্বীকার করে। এর জেরে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ চলাকালীন দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে চার শতাধিক ব্যক্তি নিহত হন বলে দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে নিহতের সংখ্যা ২ শতাধিক। টানা দুই মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত নীতি পুলিশকে বিলুপ্ত করতে বাধ্য হলো। 

Share This Article


জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় শিক্ষার্থী নিহত

তাইওয়ানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প

পশ্চিম উত্তরপ্রদেশের ভোটে মেরুকরণের আবহ নেই

ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা

তাপপ্রবাহে ইউরোপে মৃত্যু বেড়েছে ৩০ শতাংশ

টিকটক নিষিদ্ধের পথে যুক্তরাষ্ট্র

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা কর্মকর্তার মৃত্যু