পোল্যান্ডের বিপক্ষে যে কৌশল নিয়ে মাঠে নামবে ফ্রান্স

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৭, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপে 'ডি' গ্রুপে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ান ফ্রান্স। তবে গ্রুপপর্বে তিউনিসিয়ার কাছে হেরেছে ফ্রান্স। আর এ নিয়ে নকআউটে বেশ সতর্ক তারা।

 

রোববার রাত ৯টায় পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যানের দাবি, ফেভারিট হলেই সব কিছু হয়ে যায় না। বিশ্বকাপ বলে কথা। যে কোনো কিছু হতে পারে।

অন্যদিকে পরিকল্পনায় ভিন্নতা আনার আভাস দিয়েছেন পোলিশ কোচ চেসলো মিচনিউইচ। তার দাবি, পোল্যান্ড অতিমাত্রার রক্ষণাত্মক খেলে নকআউটে জায়গা করে নিয়েছে। তবে তাতে বদল আনা হবে।

তিনি বলেন, আমরা গ্রুপপর্ব পার হওয়ার স্বপ্ন দেখছিলাম। আমাদের পক্ষে যা কিছু সম্ভব ছিল করেছি। এখন অবশ্য পরিকল্পনায় বদল আনা হবে।

বিষয়ঃ ফিফা

Share This Article