‘জোর করে গাড়িতে তুলে নিয়ে’ স্কুলছাত্রী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০৮, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

নিউজ ডেস্কঃ কক্সবাজারে দুই দিন হোটেলে আটকে রেখে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আশিক (২৭)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশিক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

গত সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের দুটি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. কামরুল এবং ‘ধর্ষণের’ ঘটনাস্থল মমস গেস্ট হাউজের ব্যবস্থাপক মোহাম্মদ শাহীনকে পুলিশ গ্রেপ্তার করে।

গত ১৮ ডিসেম্বর ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনসহ আসামি করে মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, আশিকসহ ৩/৪ জন যুবক গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে ‘জোর করে গাড়িতে তুলে’ নিয়ে যায়। পরে তাকে শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে মমস গেস্ট হাউজে নিয়ে ‘দুদিন আটকে রেখে ধর্ষণ’ করে।

র‌্যাব কর্মকর্তা খাইরুল বলেন, আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত ছিল। সোমবার রাতে মামলার প্রধান আসামি চট্টগ্রাম জেলার আনোয়ারায় আত্মগোপন করে আছে খবর পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা।

বিষয়ঃ ধর্ষণ

Share This Article


চট্টগ্রামে বিপন্ন লজ্জাবতী বানর ও প্যাঁচা উদ্ধার, গ্রেফতার ৪

রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার

সম্মানহানির প্রতিশোধ নিতে মেয়েকে খুন!

পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা তরুণী আটক কুড়িগ্রামে

ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল ২ ভাইয়ের

টাঙ্গাইলে হাসপাতালে নারীসহ ছয় দালালের কারাদণ্ড

ইজতেমার যাত্রীদের সঙ্গে ইয়াবা নিয়ে আসেন তিনি

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলেকে গ্রেপ্তার, সেনাসহ নিহত ২৯

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৫

বুয়েটছাত্র ফারদিন হত্যা মামলায় বুশরার জামিন শুনানি আজ

ছদ্মবেশে ৮ বছর আত্মগোপনে, হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতার

বিশ্বজিৎ হত্যা সাজাপ্রাপ্ত আরেক আসামি গ্রেফতার