৫১ বছরের ইতিহাসে রপ্তানি আয়ে বাংলাদেশের রেকর্ড!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৯, শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১৮ অগ্রহায়ণ ১৪২৯
  •  ৫.০৯ বিলিয়ন ডলার রপ্তানি আয়
  • রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার
  • ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। তবে এই সংকটেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে রেকর্ড হওয়ার পাশাপাশি বেড়েছে রেমিট্যান্সও ।

জানা যায়, নভেম্বরে ৫.০৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা দেশের ৫১ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এক মাসের রপ্তানি আয় দেশের প্রথম পাঁচ বছরের মোট রপ্তানি আয়ের চেয়ে বেশি।

একই সঙ্গে নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলার, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

পোশাক রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রেতারা অর্ডার শিপমেন্ট না করলেও এখন বড়দিনকে কেন্দ্র করে তারা শিপমেন্ট বাড়িয়েছেন। এ কারণেই রপ্তানি আয়ে মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।  

সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতি সচল রাখতে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এর ফলে  বাংলাদেশের রপ্তানি আয় বিশ্বমন্দার মধ্যেও বৃদ্ধি অব্যাহত থাকবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ তেমন কোন সংকটে পড়বে না।

Share This Article