সবজি-মুরগির দাম কমেছে

  অনলাইন ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৯, শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১৭ অগ্রহায়ণ ১৪২৯

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এছাড়া সপ্তাহ শেষে বাজারে কমেছে মুরগির দাম।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। 

প্রকারভেদে ২০-৩০ টাকা পর্যন্ত দাম কমেছে মুরগির। 

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু ২৮ টাকা, বেগুন ৫০ টাকা, পটল, ৫০, শসা ৮০-১০০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, গাজর ৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, ব্রকলি ৮০-১০০ টাকা ও পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে এবং লালশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

শুক্রাবাদ বাজারের বিক্রেতা রহমত মিয়া জানান, পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করতে হয়। পাইকারি বাজারে কম দাম থাকলে তারা কমেই বিক্রি করেন সবজি। বর্তমানে বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কিছুটা কমেছে।

তবে ক্রেতারা জানান, কিছুটা স্বস্তি মিললেও সবজির দাম আরও কমা উচিত। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article