তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স

  প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০৮:৪৩, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১৬ অগ্রহায়ণ ১৪২৯

দেশের ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম করে তুলছে একটি গোষ্ঠী। এতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে।তবে  এসব অপপ্রচারের বিপক্ষে সরকার ও  ব্যাংক এসোসিয়েশনেরগুলোর   জবাবে গৃহীত পদক্ষেপে আশ্বস্ত হয়েছে গ্রহকরা।আর এর প্রভাব পড়তে শুরু করেছে রেমিট্যান্স খাতে।

জানা যায়, বিগত মাসগুলোর নিম্নমুখী ধারা থেকে বের হতে পেরেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহ আগের চেয়ে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে বেড়েছে। নভেম্বর মাসে ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

 ১ ডিসেম্বর( বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

রেমিট্যান্স প্রবাহ পর্যালোচনায় দেখা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। এরপর রেমিট্যান্স প্রবাহ ওঠানামা করলেও গত অক্টোবরে রেমিট্যান্স আগের ৮ মাসের মধ্যে সবচেয়ে কম এসেছিল।

তবে চলতি নভেম্বর শেষে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার। ২০২১ সালের নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৫ কোটি ৩৭ লাখ ডলার।

বিগত সময়ের মতো এবারও ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এরপরেই রয়েছে অগ্রণী, সোনালী,ডাচ্‌-বাংলা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এছাড়া রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

Share This Article