পোল্যান্ডের ‍বিপক্ষে ম্যাচের আগে যা বললেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৮, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে কাতারে পা রেখেছিলো আর্জেন্টিনা। তবে নিজদের প্রথম ম্যাচেই খর্ব শক্তির সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে নিজদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ফেভারিটের মতোই জয় তুলে নেয় আলবিসেলেস্তারা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারই আর্জেন্টিনা দলকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলেছে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেস।

আজ ৩০ নভেম্বর দিবাগত রাত ১ টায় নক আউট পর্ব নিশ্চিত করতে পোল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তারা। এই ম্যাচের আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে লিসান্দ্রো মার্টিনেস বলেন, ‘এশিয়ার দেশটির কাছে হার দল হিসেবে আমাদের আরও দৃঢ় ও শক্তিশালী করে তুলেছে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি আমাদের টনিক হিসেবে কাজ করেছে।’ 

তিনি আরও বলেন, ‘কোপা আমেরিকা বা ফিনালিসিমা জয়ের সঙ্গে বিশ্বকাপের একটি ম্যাচের তুলনা করা যায় না। ম্যাচগুলো এখানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মাঠে আমরা আরও অনেক কিছু দিতে চাই। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি, সেখানে এখনও পৌঁছাতে পারিনি।’

বিষয়ঃ বিশ্বকাপ

Share This Article