৪০তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে ৭৪৮ প্রার্থী নিয়োগ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪০, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৭৪৮ প্রার্থী। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এসব প্রার্থীকে সরকারি কলেজ ও মাদরাসার প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের মধ্যে বাংলায় ৬৭ জন, ইংরেজিতে ২৮ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৪১ জন, দর্শনে ৬৯ জন, অর্থনীতিতে ৪২ জন, প্রাণিবিদ্যায় ৪১ জন, ইতিহাসে ১৮ জন, রসায়নে ৪৩ জন, ইসলামী শিক্ষায় ১০ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ৭৭ জন, পদার্থবিদ্যায় ২৪ জন, উদ্ভিদবিদ্যায় ৪২ জন, সমাজবিজ্ঞানে ১৩ জন, গণিতে ৩৮ জন, ভূগোলে ১৪ জন, মৃত্তিকা বিজ্ঞানে ২ জন, হিসাববিজ্ঞান ৫৮ জন, মার্কেটিংয়ে ১০ জন, ব্যবস্থাপনায় ৪২ জন, ফিন্যান্স ও ব্যাংকিং ৭ জন, মনোবিজ্ঞান ৬ জন, কৃষি বিজ্ঞান ১১ জন, পরিসংখ্যানে ৭ জন, সংস্কৃতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৪ জন, আরবিতে ২ জন, আরবি ও ইসলামী শিক্ষায় ৮ জন, ইংরেজিতে (টিটিসি) ২ জন, শিক্ষায় ১ জন নিয়োগ পেয়েছেন। নিয়োগের প্রজ্ঞাপনে তাদের বিভিন্ন সরকারি কলেজ ও মাদরাসায় পদায়ন দেয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে এসব প্রভাষককে নিয়োগ দেয়া হয়েছে। প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগের কিছু শর্ত দেয়া হয়েছে।

শার্তাবলীর মধ্যে রয়েছে, সাফল্যে সঙ্গে প্রশিক্ষণ শেষ করে, বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে ও দুই বছর শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত করার পর এসব প্রার্থীর চাকরি স্থায়ী হবে। পদায়ন করা কলেজ বা মাদরাসায় তাদের দুই বছর কর্মরত থাকতে হবে। এসময়ে অন্য কোথায় বদলির আবেদন বিবেচনা করা হবে না।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

দুর্নীতি করব না, প্রশ্রয়ও দেব না: দীন মোহাম্মদ

ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে আগামীকাল

কাতারের আমিরের বাংলাদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

তালাকের হার গ্রামে বেশি, বড় কারণ পরকীয়া

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের স্বারক পুরস্কারকে কেন ইউনেস্কোর বলে চালালেন ইউনুস?

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল দেখতে যাচ্ছেন ভুটানের রাজা ওয়াংচুক

বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: মিলার

৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট মিলছে আজ

‘২৫ মার্চ মুক্তিকামী জনতার ওপর গুলি চালায় মেজর জিয়া’