এবার কম খরচে হজে যাওয়া যাবে জাহাজে!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৮, বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১৫ অগ্রহায়ণ ১৪২৯
  • আবারো সমুদ্রপথে যাওয়া যাবে হজে
  • আগে এক মাস লাগলেও এখন লাগবে আটদিন
  • খরচ অনেক কমে যাবে

বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য কম খরচে ২০২৪ সাল থেকে ৩২ তলাবিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম-জেদ্দা নৌরুটে। দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান-কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেড এই রুট চালুর উদ্যোগ নিয়েছে।

কোম্পানিটি জাহাজ আনার অনুমোদন পেলে আটদিনে চট্টগ্রাম থেকে সৌদি আরব যাত্রী নিয়ে যাবে। আগে লাগতো ১ মাস। এখন অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ জাহাজগুলো দ্রুত গতিতে চলাচল করতে পারে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্ণফুলী শিপবিল্ডার্সের এমডি এমএ রশিদ। ৩২ তলাবিশিষ্ট একটি পুরাতন জাহাজ আমদানি করবে কর্ণফুলী শিপবিল্ডার্স। এতে একসঙ্গে ৩ হাজার হজযাত্রী বহন করা যাবে। বিমানে ৫ লাখ টাকা খরচ হলেও জাহাজে খরচ অনেক কম হবে।

হজ শুরুর সাত দিন আগে জাহাজ যাত্রা করলে সৌদি আরব গিয়ে ৭-৮ দিন হোটেল ভাড়া করে থাকতে হবে না। এখানেও হজযাত্রীদের এক-দেড় লাখ টাকা বাঁচবে বলে জানান তিনি।

Share This Article