এক গোলে এগিয়ে ক্যামেরুন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৩, সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১৩ অগ্রহায়ণ ১৪২৯

ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় ক্যামেরুন। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে লাফিয়ে হেড নেন ক্যামেরুনের এক খেলোয়াড়। তার মাথা ছুঁয়ে বল চলে যায় গোললাইনের সামনে। সেখান থেকে আলতো টোকায় বল জালে জড়ান জন চার্লেস কাস্তেলেত্তো।

 

ম্যাচের ১১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ মিস হয় তাদের। এ সময় ডানদিক থেকে ফিলিপ কস্টিকের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেনি তারা।

ম্যাচের ৬ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল সার্বিয়া। এ সময় নেমানজা মাকসিমোভিচের বাড়িয়ে দেওয়া বলে ডি বক্সের মধ্যে হেড নিয়েছিলেন আলেকসান্দার মিত্রোভিচ। কিন্তু বল উপর দিয়ে চলে যায়।

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ক্যামেরুন ও সার্বিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।

বিষয়ঃ ফিফা

Share This Article