সরকারি প্রণোদনায় লাভবান হবে হাওড়ের কৃষক

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৯, রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২ অগ্রহায়ণ ১৪২৯

চলতি মৌসুমে এক লাখ কৃষককে প্রণোদনা দেবে কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে কিশোরগঞ্জ জেলায় এসব প্রণোদনা দেওয়া হবে, পরবর্তীতে সারাদেশের কৃষকরা এই সুবিধা পাবে।

 

জানা যায়, এর মধ্যে ৫০ হাজার কৃষক পাবেন হাইব্রিড বীজ। বাকি ৫০ হাজার কৃষক পাবেন উপসী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।

জেলার হাওড়ের  তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়। এবার জেলায় প্রায় দুই লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বলেন, এ বছর কৃষকদের সব সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। বোরো আবাদে জেলার এক লাখ কৃষককে প্রণোদনা দেওয়া হবে। ফলে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন।

Share This Article