স্বাচিপের সম্মেলন ঘিরে উৎসবমুখর সম্মেলনস্থল

  প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৯, শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০ অগ্রহায়ণ ১৪২৯

আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল।

২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশে স্বাচিপের ১৫ হাজার সদস্য রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। কক্সবাজার থেকে আসা এক চিকিৎসক বলেন, বাস করে তাঁরা আজকের সম্মেলনে এসেছেন।

সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসে চিকিৎসকদের ভিড় দেখা গেছে। তাঁদের মাথা নানা রঙের টুপি।

সংগঠনের প্রতিটি উপদল ভিন্ন ভিন্ন রঙের টুপি পরে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিচ্ছে। চিকিৎসক ছাড়াও স্বাস্থ্য পেশায় জড়িত অনেকে সম্মেলনে এসেছেন।

প্রায় সাত বছর পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির সম্মেলন হতে যাচ্ছে। সংগঠনের নতুন সভাপতি ও মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনা চলছে।

স্বাচিপের সবশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের নভেম্বরে। তখন এম ইকবাল আর্সলান সভাপতি ও এমএ আজিজ মহাসচিব হন। 

এখন চিকিৎসকেরা সংগঠনের নতুন নেতৃত্ব খুঁজছেন। কিন্তু কে সভাপতি ও মহাসচিব হবেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।

এদিকে, স্বাচিপের মহাসচিব পদে অন্তত ১০ জনের নাম শোনা যাচ্ছে।

কে সভাপতি বা মহাসচিব হচ্ছেন, তা আজ সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে।

 

Share This Article