৫ হাজার কোটি টাকার তহবিল:জামানত ছাড়াই ২ লাখ টাকা করে ঋণ পাবে কৃষকরা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৭, শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৩ অগ্রহায়ণ ১৪২৯
  • মাত্র ৪ শতাংশ সুদে কৃষি লোন পাবে কৃষক
  • ব্যাংকগুলোও ৩.৫ শতাশ মুনাফা করতে পারবে

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রায় ৫শ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলার পূর্ব প্রস্তুতি হিসেবে এই তহবিল গঠন করা হয়েছে। মূলত কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়া হবে এই তহবিল থেকে।   ১৭ নভেম্বর বৃহস্পতিবার জারি করা  এক সার্কুলারে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


জানা গেছে,  কৃষকরা মাত্র ৪ শতাংশ সুদে কৃষি লোন পাবে। দেশের বানিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। মূলত ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা ধান, শাকসবজি এবং ফল সহ ফসল চাষের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত একক জামানত-বিহীন ঋণ নিতে পারেন।

বাণিজ্যিক ব্যাংকগুলো মাত্র ০.৫ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক থেকে এই তহবিল এনে কৃষকদের মাঝে বিতরণ করবে। এতে ব্যাংকগুলোও ৩.৫ শতাশ মুনাফা করতে পারবে।

Share This Article