শেষ বয়সে জীবনসঙ্গী ৬৫ বছরের কনে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫৯, বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১ অগ্রহায়ণ ১৪২৯

বর মোকছেদ আলী খানের বয়স ৮৫ বছর। কনে ৬৫ বছরের শিউলী বেগম। সম্প্রতি ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি পূর্ব ইন্দ্রপাশা গ্রামে এই যুগলের বিয়ে হয়। তাদের বিয়ে নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, প্রবীণ এই দম্পতির বাড়ি মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে। বর মোকছেদ আলী খান এলাকাতেই ছোট্ট একটি দোকান দিয়ে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। বসবাস করেন দোকানের পেছনে ছোট একটি কক্ষে। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানরা তাদের পরিবার নিয়ে ব্যস্ত। তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। ফলে ৮৫ বছর বয়সে নতুন করে জীবন সঙ্গী খোঁজেন তিনি।

অন্যদিকে কনে শিউলী বেগমেরও স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তাকেও সঙ্গ দেওয়ার কেউ নেই। শিউলী জানান, স্বামী নেই, একটা ঢাল তো ধরা লাগে। থাকার জন্য তো একটা জায়গা দরকার। এ জন্য বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

মোকছেদ আলী আর শিউলী বেগমের বিয়ের সিদ্ধান্ত শুধু এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে নি। পৌঁছে যায় ইউনিয়ন পরিষদেও।

বিষয়টি শুনে ইউপি চেয়ারম্যান-সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানিকভাবে কাজি ডেকে দেনমোহর ধার্য করে তাদের বিয়ে রেজিস্ট্রি করে দেন।

ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, দুজনই বিয়েতে সম্মত হলে এলাকার লোকজন মিলে কাজি ডেকে ১০ হাজার টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করা হয়।

মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহ্ জালাল হাওলাদার বলেন, তাদের দুজনেরই দেখাশোনা করার কেউ নেই। বিয়ের কথা শুনে এলাকায় গিয়ে স্থানীয় ব্যক্তিদের নিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। তারা দুজনই বৃদ্ধ। তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন এ কামনা করি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বসতঘরে ঢুকে প্রবাসীর মাকে গলা কেটে খুন

পুঠিয়ায় বিরল রোগে একই পরিবারের ছয়জন আক্রান্ত

ঈশ্বরদীতে দুর্ঘটনা: সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

সাবেক সংসদ সদস্য বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৎপর হাইওয়ে পুলিশ

ভালো দাম পাওয়ায় খুশি আলু চাষিরা, রপ্তানি হচ্ছে বিদেশে

প্রবেশনে থাকা ৩৫ কিশোরকে ফুল-পতাকা দিয়ে মুক্তি দিলেন আদালত

রাজধানীর শাহজাহানপুরের আলোচিত মাংস বিক্রেতা খলিল

মাংস ব্যবসায়ী খলিলের কাছে আছে একে-৪৭

রাতেই ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, বন্দরে সতর্কতা

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বাংলাদেশকে জানতে এসেছেন ৩৪ জাপানি শিক্ষক-শিক্ষার্থী