বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাড়লো ৪ টি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৮, মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৩০ কার্তিক ১৪২৯

বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হচ্ছে মেঘনা গ্রুপের নতুন ৪টি জাহাজ। পণ্য নিয়ে 'মেঘনা ভিক্টোরি' নামের বাল্ক ক্যারিয়ার জাহাজটি সাগরে ভাসবে চলতি নভেম্বরে মাসেই। ৬৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটির মূল্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

 

এছাড়া চীনে তৈরি নতুন আরো তিনটি জাহাজ-মেঘনা প্রেস্টিজ, মেঘনা হোপ এবং মেঘনা প্রোগ্রেস ধাপে ধাপে এই বহরে যুক্ত হবে। ২০২৩ সালে জানুয়ারি, মার্চ এবং মে মাসে জাহাজ তিনটিতে পণ্য পরিবহন শুরু হতে পারে বলে জানিয়েছে মেঘনা গ্রুপ।

নৌ বাণিজ্য দপ্তর বা মার্কেন্টাইল মেরিন অফিসের (এমএমও) তথ্যমতে, বর্তমানে নিবন্ধিত সমুদ্রগামী দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা ৯১টি। এগুলোর বেশিরভাগই বাল্ক ক্যারিয়ার।

নতুন এই চারটি জাহাজে কর্মসংস্থান হবে ১০০ বাংলাদেশি নাবিকের। ৪টি নতুন জাহাজে মেঘনা গ্রুপের বিনিয়োগ ১০৫ মিলিয়ন ডলার। মেঘনা গ্রুপের বহরে বর্তমানে জাহাজের সংখ্যা ১৮টি। নতুন চারটি যুক্ত হলে গ্রুপটির বহরে জাহাজের সংখ্যা হবে ২২ টি।

মেঘনা গ্রুপ বলছে, নতুন এই চারটি জাহাজ বিশ্বের বিভিন্ন বন্দরে বাংলাদেশের পতাকা বহন করবে। এটি নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের। এছাড়া পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এটি দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক।

জাহাজের সংখ্যার হিসেবে মেঘনা গ্রুপ দ্বিতীয় বৃহৎ কোম্পানি যাদের বহরে জাহাজের সংখ্যা ২২টি। এই খাতে সবচেয়ে বেশি জাহাজ রয়েছে কেএসআরএম গ্রুপের। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে ২৩টি জাহাজ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


তিতাসের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

সাজা স্থগিতের আদেশ বাতিল : বছরের মাঝামাঝি সময়ে জেলে যাবেন ইউনুস!

যে বিধিবিধান ভঙ্গ করে গ্রামীণ ফোনের হাজার কোটি টাকা আত্মসাৎ করেন ইউনুস

রেমিট্যান্সের ওপর আইএমএফের কর আরোপের পরামর্শ শুনবে কি সরকার?

যে জাতি অর্ধাহারে অনাহারে দিন কাটায়, সে জাতির নেতা হিসেবে আমি জন্মদিন পালন করতে পারি না: বঙ্গবন্ধু

ইউনূসের ক্ষুদ্র ঋণ নয়, দেশের মানুষের ভাগ্য ফিরেছে প্রবাসী আয় ও পোশাক শিল্পে!

বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে ইউনূসকে বসানোর প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী!

ড. ইউনুসের যত অর্থ কেলেঙ্কারি

১৯৭৫ সালের ১৭ মার্চ: যেমন ছিল বঙ্গবন্ধুর জীবনের শেষ জন্মদিনটি

সাজা থেকে বাঁচতে কোটি কোটি টাকা ছাড়তে হচ্ছে ড. ইউনূসকে!

নির্বাচন কমিশনারদের নিয়োগে ইইউর সুপারিশ বাংলাদেশে প্রযোজ্য নয়!

ইইউর রিপোর্টে অসঙ্গতি: নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে বিতর্ক!