শত শত করোনারোগী নিয়ে সিডনিতে ভিড়ল প্রমোদতরী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৫, রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ২৮ কার্তিক ১৪২৯

কমপক্ষে ৮০০ করোনারোগী নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে নোঙর ফেলেছে প্রমোদতরী দ্য ম্যাজেসটিক প্রিন্সেস। গতকাল শনিবার সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কার্নিভাল অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট মারগারিটা ফিটজেরাল্ড।

 

সিএনএনের অনলাইন সংস্করণ জানিয়েছে, প্রমোদতরীটি ১২ দিনের জন্য যাত্রা শুরু করেছিল। প্রায় অর্ধেক পথ যাওয়ার পরই সেখানে সংক্রমণ শনাক্ত করা হয়। এ সময় প্রমোদতরীতে ছিলেন ৪৬০০ যাত্রী এবং এর ক্রুরা।

মারগারিটা ফিটজেরাল্ড বলেন, প্রমোদতরীতে একযোগে ৩৩০০ যাত্রীকে পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রায় ৮০০ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। তবে সবার সংক্রমণ হালকা লক্ষণযুক্ত বা লক্ষণ প্রকাশ পায়নি। তাদের আলাদা করে রাখা হয়েছিল।

দ্য ম্যাজেসটিক প্রিন্সেসের মূল কোম্পানি প্রিন্সেস ক্রুজের প্রতিনিধি ব্রায়ান ল্যাটার সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ওইসব লোককে ৫ দিনের জন্য আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, যাত্রীদের মধ্যে যাদের করোনা নেগেটিভ পাওয়া গেছে শুধু তাদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।

গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় নতুন করে ১৯ হাজার ৮০০ মানুষের শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। এ সময়ে মারা গেছেন ২২ জন। এ অবস্থায় ম্যাজেসটিক প্রিন্সেস ক্রুজ শিপ সিডনি থেকে যাত্রা শুরু করে।

মারগারিটা ফিটজেরাল্ড বলেন, বর্তমান নির্দেশনার চেয়েও অনেক কঠোর বিধিনিষেধ অনুসরণ করছেন তারা।

Share This Article


যুক্তরাষ্ট্র টিকটক নিষিদ্ধ এখন শুধু বাইডেনের সইয়ের অপেক্ষা

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

সার্বিক সংস্কারের ঘোষণা ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

যুক্তরাষ্ট্রে কার্গো প্লেন বিধ্বস্ত, দুজনের মৃত্যুর শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে যে বার্তা দিচ্ছে হিজবুল্লাহ

ছবি তুলতে গিয়ে পড়ে গেলেন আগ্নেয়গিরিতে, চীনা পর্যটকের মৃত্যু

মাঝ আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রে দুই ভারতীয় শিক্ষার্থী নিহত

তাইওয়ানে ৮০ বারেরও বেশি ভূমিকম্প